চুল ঘন হোক প্রাকৃতিক উপায়ে
বিভিন্ন কারণে চুলের অনেক ধরনের ক্ষতি হতে পারে। অনেক সময় চুল হয়ে পড়ে নিষ্প্রাণ, নির্জীব। চুল পাতলা হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেই চুল পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে নানা রকম হেয়ার ট্রিটমেন্ট করেন। এর কোনটিই দীর্ঘস্থায়ী হয়না। বাড়িতে বসেই প্রাকৃতিক ভাবে পাতলা চুল ঘন করা সম্ভব। তেলের ব্যবহার চুলের যত্নে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তেল। চুল ঘন করার এবং যাদের চুল পড়ে যাচ্ছে তারা আমণ্ড অয়েল ও ক্যাস্টর অয়েল, তিলের তেল ও সরিষার তেল, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল এই তিনটি তেলের মিশ্রণের মধ্যে একটি...
Posted Under : Health Tips
Viewed#: 272
আরও দেখুন.

